পুঁজিবাজারে বড় পতন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার সবগুলো মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে দরবৃদ্ধির চেয়ে চারগুণ বেশি সিকিউরিটিজের দর কমেছে। সূচকের পতনে এদিন ভালো কোম্পানিগুলোর শেয়ার বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে। আর ডিএসইর লেনদেন এদিন আরও তলানিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে নেমেছে। গত বৃহস্পতিবার লেনদেন শেষে যা ৫ হাজার ৫২৪ পয়েন্টে ছিল। গতকাল ডিএসইর এই সূচকটির পতনে সবচেয়ে বেশি নেতিবাচক অবদান রেখেছে বাছাই করা ভালো কোম্পানিগুলোর শেয়ার।

ডিএসইর বাছাই করা ভালো ৩০ শেয়ারের মধ্যে ২৩টির দরপতন হয়েছে। সার্বিক সূচকে এই শেয়ারগুলোর অবদান বেশি হওয়ায় পতনেও এগুলোর অবদান বেশি ছিল। এর মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ, রবি, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লংকাবাংলা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের শেয়ার বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে।

২৩ কোম্পানির পতনে আজ ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বা ১ শতাংশ কমে ২ হাজার ১২৯ পয়েন্টে নেমেছে। গত বৃহস্পতিবার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে নেমেছে। গত বৃহস্পতিবার যা ১ হাজার ১৯৬ পয়েন্টে ছিল।