ব্যাংকে ভর করে বাড়ল সূচক, কমেছে লেনদেন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢালাও দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পরও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। মূলত বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় সূচকের এ ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছি। সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও ডিএসইর মতো এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে গত ১৩ আগস্টের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে।

গত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। দুদিনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৫৪ পয়েন্ট। এমন পতনের পর গত বৃহস্পতিবার শেয়ারবাজারে মূল্যসূচকের কিছুটা উত্থান হয়। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গত রোববার আবারও শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল সোমবার শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। কয়েক দফার উত্থান-পতনের মাধ্যমে লেনদেনের প্রথম তিন ঘণ্টা বাজার ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু শেষ দেড় ঘণ্টায় বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হয়। অবশ্য এরমধ্যেও দাম বাড়ার ধারা ধরে রাখে বেশিরভাগ ব্যাংক। ফলে দরপতনের তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯৯টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ২০টি ব্যাংকের শেয়ার দাম বাড়ার বিপরীতে তিনটির দাম কমেছে। বাকি ১৩টি ব্যাংকের শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০৯টির দাম কমেছে এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৪৯টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।