GSSCP দেখাল সাপ্লাই চেইনের নতুন দিগন্ত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের নামকরা সাপ্লাই চেইন, প্রোকিউরমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর অপারেশনস পেশাজীবীরা একত্রিত হয় গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনালস (GSSCP) আয়োজিত ‘Prelude to Synergy’ শীর্ষক ব্যতিক্রম ভিত্তিক ফ্ল্যাগশিপ থট লিডারশিপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল থেকেই গুলশানের হোটেল ট্রপিকাল ডেইজির লবিতে ছিল এক আলাদা রকম প্রাণচাঞ্চল্য। এ যেন এক মিলনমেলা-যেখানে অভিজ্ঞতা, উদ্ভাবন আর সহযোগিতা মিলেমিশে তৈরি করল নতুন এক গল্প।
দিনব্যাপী এই কর্মশালায় ছিল Keynote বক্তব্য, প্রাণবন্ত প্যানেল আলোচনা, বাস্তব কেস স্টাডি আর ইন্টারঅ্যাকটিভ সেশন। শুধু বক্তৃতা নয়- প্রতিটি সেশনে ছিল প্রাণবন্ত বিতর্ক, আইডিয়ার ঝলক, আর সমাধানের খোঁজ। অংশগ্রহণকারীরা বলেন, ‘এখানে আসলে শিখছি শুধু না, বরং খুঁজে পাচ্ছি সহকর্মী আর ভবিষ্যতের সহযোগী।’ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা চুক্তি (MoU)। এ চুক্তিগুলো ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাপ্লাই চেইনকে করবে আরও গতিশীল, আরও উদ্ভাবনী। GSSCP-র ফাউন্ডার প্রেসিডেন্ট ও নলেজবিজ সিইও, তানজিল আসলাম তার বক্তব্যে বলেন ‘Prelude to Synergy আসলে একটা অনুপ্রেরণা। আমরা চাই সাপ্লাই চেইন আর প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালরা একসঙ্গে মিলে এমন এক পরিবেশ গড়ে তুলুক, যেখানে উদ্ভাবন, স্থিতিস্থাপকতা আর প্রবৃদ্ধি হাত ধরাধরি করে এগিয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যতের দ্বারপ্রান্তে।’ ওয়ার্কশপে ৫০ অধিক প্রতিষ্ঠানের ১০০ পেশাজীবী একত্রিত হয়ে বাংলাদেশ কিভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে সে বিষয়েও মতবিনিময় করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
