রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার্স মিট

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজশাহীতে ন্যাশনাল ব্যাংক পিএলসি আয়োজিত ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপকরা। সভায় শাখাসমূহের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন কৌশল নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আঞ্চলিক ব্যবস্থাপকরা। সভায় আলোচনার মূল বিষয় ছিল ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সেলস ও মার্কেটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি