ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও রুহুল কুদ্দুস খান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল কুদ্দুস খান।
আগামী ১ নভেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে ইউনিলিভারে তার যাত্রা শুরু। ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ বছরের কর্মজীবনে রুহুল কুদ্দুস খান বাংলাদেশ ও ভারতে সাপ্লাইচেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সাপ্লাইচেইন ডিরেক্টর এবং পরে কাস্টমার এক্সপেরিয়েন্স ও লজিস্টিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইনকে উচ্চণ্ডক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যতমুখী কাঠামোতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এতে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন গ্রাহককেন্দ্রিকতা, ডাটা অ্যানালিটিক্স, প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ ও ডিজিটাল রূপান্তরে। ইউনিলিভার বাংলাদেশ জানিয়েছে, রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন।
পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ ক্লাস্টারে ইউনিলিভার প্রধান শাজিয়া সৈয়দ বলেন, ‘পরিবর্তন আনতে অসাধারণ নেতৃত্ব, অনিশ্চয়তা মোকাবিলা এবং ব্যবসা ও পরিবেশে প্রভাব বিস্তারে দুর্দান্ত রেকর্ড নিয়ে এই দায়িত্বে আসছেন রুহুল কুদ্দুস খান।’ তিনি বলেন, ‘অপারেশন নিয়ে তার গভীর জ্ঞান এবং মানুষের প্রতি তার আগ্রহ-সব মিলিয়ে তিনি এই দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত।’
