দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ৩১৫তম বোর্ড সভা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এসময় মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি; মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি; প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক; এম নুরুল আলম, FCS, CCEP-1, CGIA, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র; সংবাদ বিজ্ঞপ্তি
