লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা আগে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা নির্ধারিত ছিল। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল বুধবার থেকে কার্যকর হয়। টানা কয়েক দফা বাড়ার ফলে স্বর্ণের ভরি দ্রুতই দুই লাখ ছাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩২ হাজার ৩৫১ টাকা। যেখানে আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা ছিল।