সিলেটে আইসিবির মতবিনিময় সভা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানিসমূহের উদ্যোগে সিলেট শাখার সম্মানিত বিনিয়োগকারী ও সুধীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা হোটেল ডালাস-এ অনুষ্ঠিত হয়। আইসিবির সিলেট শাখার শাখা প্রধান মো. সোহেল আহমদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা। সভায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাব্যবস্থাপকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সম্মানিত বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সম্মানিত বিনিয়োগকারীরা তাদের বক্তব্যে আইসিবির গ্রাহক সেবা, পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনা এবং অব্যবস্থাপনা রোধসহ পুঁজিবাজার উন্নয়নে আইসিবির ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি