আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘বিনিয়োগ ব্যবস্থাপনা’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথি মো. রাফাত উল্লা খান তার বক্তব্যে গুণগত মানসম্পন্ন বিনিয়োগ নির্বাচন, কার্যকর মনিটরিং এবং অনাদায়ী ও খেলাপি বিনিয়োগ আদায় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুনাম ও খ্যাতি দেশের জনগণের কাছে সুপরিচিত। এ সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের টেকসই উন্নয়নের জন্য বিশেষায়িত সেবা অব্যাহত রাখতে হবে। এ জন্য কর্মকর্তাদের অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।’ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৫০ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিনিয়োগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রাহক সেবা জোরদার এবং শরিয়াহ্ নীতির আলোকে টেকসই ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি