মেঘনা ব্যাংকের বোর্ড সভা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মেঘনা ব্যাংক পিএলসি সফলভাবে ২০০তম বোর্ড সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন উজমা চৌধুরী।

স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আলি আকতার রিজভী এফসিএ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান সভায় উপস্থিত ছিলেন। চেয়ারপারসন উজমা চৌধুরী কেক কেটে এই মাইলফলক উদযাপন করেন। মেঘনা ব্যাংক পিএলসির চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন, ‘এই মাইলফলক সভাটি আমাদের টেকসই প্রবৃদ্ধি, সুশাসন এবং উন্নত গ্রাহক সেবার অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। আমরা আমাদের সব কার্যক্রমে উৎকর্ষ অর্জনে গুরুত্ব দিচ্ছি।’ সভায় ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ধারা আরও সুদৃঢ় করতে বিভিন্ন কৌশলগত ও কার্যক্রমণ্ডসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি পর্যালোচনা করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি