অস্থায়ী এনআরটিএ ও এফসি হিসাবে শিথিলতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশি বিনিয়োগ সহজ করার অংশ হিসেবে অস্থায়ী নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএ) ও অস্থায়ী বৈদেশিক মুদ্রার (এফসি) হিসাব সংক্রান্ত অবহিতকরণ প্রক্রিয়ায় শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে জানানো হয়, এনআরটিএ ও এফসি হিসাব খোলার বিষয়টি আর আগাম অবহিত করতে হবে না। তবে কোম্পানি নিবন্ধনের পর অনুমোদিত ডিলার (এডি) প্রতিষ্ঠানগুলোকে ১৪ দিনের মধ্যে এফইআইডি বিভাগে প্রাসঙ্গিক কাগজপত্রসহ হিসাবের তথ্য জমা দিতে হবে।
