ট্রাস্ট ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার আমানত অর্জন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ৫০,০০০ কোটি টাকার আমানত অর্জনের উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এই অর্জন ট্রাস্ট ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা, ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
