বিকাশ এজেন্ট ও ইস্টার্ন ব্যাংকের নতুন চুক্তি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশব্যাপী বিকাশ এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবং পার্টনারদের জন্য ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা চলুর লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি পার্টনারশীপ চুক্তি সম্পাদন করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। এই পার্টনারশীপের মাধ্যমে বিকাশের নেটওয়ার্কে অন্তর্ভূক্ত এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর, যাদের ইস্টার্ন ব্যাংকে একাউন্ট রয়েছে তারা দিনরাত ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ব্যবস্থাপনা সেবা লাভ করতে পারবেন। প্রচলিত ব্যাংকিং সময় বাদ দিয়েও যে কোনো সময় তারা ঝামেলামুক্তভাবে ফান্ড ট্রান্সফার, তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তিসহ ক্যাশ ব্যবস্থাপনা করতে পারবেন। গতকাল ঢাকাস্থ ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পার্টনারশীপ চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা মইনুদ্দীন মোহাম্মদ রাহঘীর। উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি