টানা লোকসানে ডেসকো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
টানা তিন বছরের লোকসানে পড়েছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। গত দুই অর্থবছরে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৩০ কোটি টাকা। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে লোকসানের এমন তথ্য পাওয়া যায়। জানা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি টাকার বেশি। এই বড় লোকসানের কারণে আগের বছরের ধারাবাহিকতায় সর্বশেষ অর্থবছরেও বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ১৫ পয়সা হিসাবে নিট লোকসান হয়েছে ১২৫ কোটি ২৩ লাখ টাকা। এর আগের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ১২ টাকা ৭২ পয়সা হিসাবে নিট লোকসান হয়েছিল ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা। যদিও সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি লোকসানের বোঝা এক-চতুর্থাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে, তবে এখনও কোম্পানি লোকসানের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। এর আগে ২০২২-২৩ অর্থবছরে কোম্পানি শেয়ারপ্রতি লোকসান ১৩ টাকা ৬১ পয়সা হিসাবে নিট লোকসান হয়েছিল ৫৪১ কোটি ২১ লাখ টাকা। এদিকে লোকসানের কারণে সর্বশেষ সমাপ্ত অর্থবছরে আগের বছরের ধারাবাহিকতায় কোম্পানির বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
