এনসিসি ব্যাংকের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন প্রকাশ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘টেকসই অর্থায়নবিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন-২০২৪ প্রকাশ করা হয়। ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক এবং সুশাসনের (ইএসজি) এর মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রকাশিত প্রতিবেদনটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন-এর সভাপতিত্বে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো: মাহবুব আলম, মো: জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এবং মো: মনিরুল আলমসহ ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক কার্যালয়, শাখা এবং উপ-শাখা থেকে আগত মোট ১৫০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি