সা’দত কলেজকে বাস দিল পূবালী ব্যাংক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনিরুজ্জামান মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোরশেদ আলী খান পন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো: রবিউল আলম, ব্যাংকের টাঙ্গাইল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আবদুল্যাহ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবহন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোশারফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, কলেজের শিক্ষকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
