পুঁজিবাজারে চার মাসে সর্বনিম্ন লেনদেন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজার বেশ কিছুদিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তবে এদিন এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক কমলেও প্রধান মূল্যসূচক ও বাছাই করা ভালো শেয়ারের সূচক সামান্য বেড়েছে। আর বাজারে বিক্রির চাপ বেশি থাকলেও ক্রেতা সংকট দেখা গেছে। এতে ডিএসইর সার্বিক লেনদেন প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির।
বিপরীতে কমেছে ১৭৯টির। আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর কমা সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯২টি, ‘বি’ ক্যাটাগরির ৪৮টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩৯টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমলেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ১১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে।
