আইসিবি’তে গ্রাহকসেবা পক্ষ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের উদ্যোগে গতকাল আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান কার্যালয়ে গ্রাহকসেবা পক্ষ কর্মসূচির উদ্বোধন করেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর উপসচিব মোহাম্মদ অতুল মণ্ডল, আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং আইসিবি’র মহাব্যবস্থাপকগণ। গ্রাহক সেবা পক্ষ কর্মসূচির আওতায় ১৯ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত আইসিবি ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়সমূহে বিনামূল্যে বিনিয়োগ হিসাব খোলা, বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা, লিফলেট বিতরণ, অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভাসহ শীর্ষ বিনিয়োগকারীদের সম্মাননা প্রদান কার্যক্রম পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
