জীবন বীমা কর্পোরেশনের ‘গ্রাহকসেবা পক্ষ’
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জীবন বীমা কর্পোরেশনের ‘গ্রাহকসেবা পক্ষ’ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে জেবিসি পেনশন বীমার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান। ১৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে এ সেবা। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এবং কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া, সকল রিজিওনাল ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
