বিসিকের আয়োজেন বিশ্ব আয়োডিন দিবস উদযাপন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আয়োডিন অভাবজনিত সমস্য একটি জনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যা নিরসণকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব আয়োডিন দিবস উদযাপিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে গতকাল মঙ্গলবার বিসিক ভবন, তেজগাঁও, ঢাকায় বিশ্ব আয়োডিন দিবস উদযাপন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওবায়দুর রহমান, সচিব, শিল্প মন্ত্রণালয় ও সেমিনারে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন, গেইন বাংলাদেশ। সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেন মুহ. খায়রুজ্জামান, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) বিসিক, জনাব সরোয়ার হোসেন, প্রধান লবণ সেল, বিসিক ঢাকা, জনাব মো. গুলজার আহম্মেদ, কান্ট্রি ম্যানেজার, টেকনো সার্ভ, বাংলাদেশ এবং জনাব নুরুল কবির, সভাপতি, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের (এনআই) ও গেইনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, লবণ মিল মালিক, সাধারণ ভোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
