ডিএসইতে চার মাসের সর্বনিম্ন লেনদেন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সামান্য উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের বাজারদর।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৪৫টির। বিপরীতে কমেছে ১৭৮টির।

আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর পতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৮১টি, ‘বি’ ক্যাটাগরির ৪৪টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৩টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর কমা সত্ত্বেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে আরও ১২২ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন কমেছে। এদিন মোট ৩৫৫ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন চলতি বছরের ১৯ জুনের পর সর্বনিম্ন।

ওইদিন এক্সচেঞ্জটিতে ৩০৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ডিএসইতে সূচক বাড়লেও দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি বাজারে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। তবে এক্সচেঞ্জটির লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮০২ পয়েন্টে নেমেছে। সিএসইতে মোট ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ৮৩টির দর বেড়েছে এবং কমেছে ৯৪টির। আর ৩৪টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা।