ব্যাংকের দাপটে শেয়ারবাজারে বড় উত্থান

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক। এতে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকের পাশাপাশি অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে সবকয়টি মূল্যসূচকের মোটামুটি বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।