না.গঞ্জে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আর্থিক লেনদেন আরও সহজ এবং দ্রুততর করতে নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক। গত বুধবার এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ও বিকেএমইএ প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা; ডিএমডি, সিআইও ও সিআরও মো. মনিতুর রহমান; হেড অব অপারেশনস হেলাল আহমেদ; নারায়ণগঞ্জ ব্রাঞ্চের চিফ ম্যানেজার আব্দুর রহমান। বিকেএমইএ এর পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমল পোদ্দার; ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মো. মোরশেদ সারোয়ার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।
এছাড়াও আইএফআইসি ব্যাংক ও বিকেএমইএ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরমধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে এবং দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
