বেনাপোলে সন্ধ্যার পর বাণিজ্য বন্ধে আপত্তি ডিসিসিআইয়ের
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে দেশের সার্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যার পর সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার উদ্যোগ ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করবে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং স্থলবন্দর কর্তৃপক্ষ রাজস্ব হারাবে।
ডিসিসিআই জানায়, দেশের সর্ববৃহৎ এ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানির উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে মোট ২০ লাখ ১১ হাজার ২৬৮ মেট্রিকটন পণ্য আমদানি এবং ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিকটন পণ্য রফতানি হয়েছে। সংগঠনটি মনে করে, আমদানি-রফতানির সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে বন্দরের দুই পাশে অপেক্ষমাণ অসংখ্য পণ্যবাহী ট্রাক বিশেষত পচনশীল দ্রব্যের ক্ষতির ঝুঁকিতে পড়বে।
