মিডল্যান্ড ব্যাংক ও অলওয়েলের মধ্যে সমঝোতা স্বাক্ষর
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি অলওয়েলের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অলওয়েল একটি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান, যারা উন্নয়নশীল দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি এমন একটি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা দক্ষ ও প্রশিক্ষিত জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসকদের সঙ্গে রোগীদের সংযুক্ত করে, যাতে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২২ অক্টোবর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মোঃ নাজমুল হুদা সরকার এবং অলওয়েলের মেডিকেল অপারেশনস ডিরেক্টর ডা. ফিরোজ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
