ক্লিনিকলের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গ্রাহকদের সুবিধার্থে দেশের শীর্ষস্থানীয় টেলিমেডিসিন প্ল্যাটফর্ম ক্লিনিকল লিমিটেডের সঙ্গে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে ও জিপ চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ক্লিনিকলের সিওও পারভেজ আহমদ। ইবিএল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কার্ড বিভাগ প্রধান তাসনিম হোসেন, এবং ক্লিনিকলের প্রযুক্তি বিভাগ প্রধান শাবা শামসসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি