জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করেছে ইবিএল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে পরিবেশ, সমাজ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকটির অঙ্গীকার পুর্নব্যাক্ত হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড IFRS S1– Sustainability Disclosures Ges IFRS S2– Climate-related Disclosures অনুসারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইবিএলের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদন প্রকাশের মাধ্যেমে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘ব্যাংকিং কার্যক্রমে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন ও গ্রিনহাউস গ্যাস একাউন্টিং অন্তর্ভুক্ত করার উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪ এর প্রকাশ ইস্টার্ন ব্যাংকের অগ্রণী ভূমিকা প্রমান করে। IFRS S1 ও S2-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আগ্রহী।’ বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত শীর্ষ ১০ টেকসই ব্যাংক এর তালিকায় থাকা ইবিএল পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা, সবুজ অর্থায়ন এবং জলবায়ু সহনশীলতাকে তাদের মূল ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
