এক্সিম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এক্সিম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, মুফতি মুঈনুল ইসলাম, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরিয়াহ পরিপালন সংক্রান্ত বিষয়াবলী বিস্তারিত আলোচনা করে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
