কর্মীদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রবাসী পরিবারকে ব্যাংকিং সেবা প্রদানে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী কর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখায় গত মঙ্গলবার তাদের এই সম্মাননা দেওয়া হয়। ব্যাংকটির মোট ৪৫ জন কর্মীকে এই সম্মাননা জানানো হয়, যেখানে ছিলেন ব্রাঞ্চ কর্মী, এজেন্ট ব্যাংকিং টিম, সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের পারফর্মেন্সের ভিত্তিতে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের লক্ষ্য হলো, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে নিরাপদ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করা। পাশাপাশি রেমিটেন্স সুবিধাভোগী পরিবারকে সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান পুরস্কারপ্রাপ্ত সহকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা দেশের প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সহকর্মীরা বৈধ চ্যানেলে প্রবাসী আয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্মাননাপ্রাপ্ত এই সহকর্মীরা আমাদের এই প্রচেষ্টার প্রতিফলন।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি