কমিউনিটি ব্যাংকের ‘এসএমই ৩৬০’ চালু

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক-নির্ভর ৩৬০ ডিগ্রি বিজনেস সুইট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম, বিপিএম। এসএমই ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা পাবেন ব্যাংক হিসাব খোলা, পেমেন্ট ও কালেকশন সুবিধা, API ইন্টিগ্রেশনসহ আধুনিক ব্যাংকিং সেবা। পাশাপাশি থাকছে ব্যাংকের কর্পোরেট ক্লায়েন্ট ও অন্যান্য এসএমই ব্যবসার সঙ্গে ব্যবসায়িক সংযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ। উদ্যোক্তাদের জন্য থাকবে Dedicated Relationship Manager, Pre-booked Meeting Room, ব্যাংক-নিবন্ধিত ভেন্ডরের মাধ্যমে রিমোট বুককিপিং ও ট্যাক্স-ভ্যাট অ্যাডভাইজরি সেবা, এবং এসএমই-কর্পোরেট লিঙ্কেজের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি