বিএমডিএফ ও ওয়াটার ডট ওআরজির অংশীদারিত্বে নগর অর্থায়নে নতুন দিগন্ত
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আর্থিক আত্মনির্ভরশীলতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিয়ে, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), বৈশ্বিক অলাভজনক সংস্থা Water.org-এর সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বে এবং Inspira Advisory & Consulting Limited -কে জ্ঞান অংশীদার হিসেবে নিয়ে, গতকাল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় একটি উচ্চ-পর্যায়ের কর্মশালার আয়োজন করেছে। ‘Financing Pathways for ULB-Led Water and Sanitation Infrastructure Development’ শীর্ষক এই ইভেন্টটি ৭ নগর পরিষেবাগুলোর জন্য একটি টেকসই আর্থিক কাঠামো তৈরি করতে নীতিনির্ধারক, আর্থিক নিয়ন্ত্রক এবং পৌর প্রশাসকদের একটি শক্তিশালী জোটকে সফলভাবে একত্রিত করেছে। দিনের কার্যক্রমগুলোতে তীব্র অর্থায়ন চ্যালেঞ্জগুলো জরুরিভাবে মোকাবিলা করার প্রয়োজনীয়তা প্রাধান্য পায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
