‘কিস্তির টাকা না পেয়ে গৃহিণীর আংটি ও বদনা নিল এনজিও’ শীর্ষক খবরের প্রতিবাদ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)’ কর্তৃপক্ষের পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ৯ নভেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ বিষয়ক খবরটি পুরাপুরি সত্য নয়।
এতে বলা হয়, বাগেরহাটের চিতলমারীর উত্তরপাটর পাড়া গ্রামের শ্রাবণীহীরা (স্বামীর নাম রিপন রায়) ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর চিতলমারী শাখার সদস্য।
সদস্য নম্বর ১৭৪-০২২-০১৪। তিনি গত ১৪ জুন ৫০ হাজার টাকা বিনিয়োগ নেন। কিন্তু বিনিয়োগ নিয়ে দুই কিস্তি দেওয়ার পর সদস্যের স্বামী বাড়ি থেকে পালিয়ে যান। অফিস থেকে বারবার তাগাদা দেওয়া হলেও বারবার সময় নেন; কিন্ত দীর্ঘদিন কোনো টাকা দেননি। বারবার টাকা চাওয়ার এক পর্যায়ে তিনি প্রস্তাব করেন টাকার বিনিময়ে তার কিছু জিনিসপত্র নিতে। প্রথমে অফিস রাজি না হলেও তিনি বলেন, এভাবে ছাড়া তিনি টাকা দিতে পারবেন না। অতপর তিনি বাজারমূল্য যাচাই করে স্বেচ্ছায় এসে অফিসে একটি আংটি ও দুটি কাসার বদনা দিয়ে যান, যার বাজারমূল্য ৮,৮০০ টাকা।
প্রতিবাদলিপিতে বলা হয়, সদস্য এবং তার শাশুড়ি এক মাসের মধ্যে টাকা দিয়ে মালামাল ফেরত নিয়ে যাবেন। এমতাবস্থায় উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে। তাছাড়া, খবরে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছেন বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট; প্রকৃতপক্ষে তিনি ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন।
