সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল এবং শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে শাখা ব্যবস্থাপকদের সগেবশ গ্রাহকদের আমানত সুরক্ষা ও ব্যাংকের পেমেন্ট সিস্টেমকে গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মো. সালাহ উদ্দীন বলেন, রাষ্ট্র যখন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে তখন সেই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কারোরই দুঃশ্চিন্তার কোনো কারণ থাকে না। এই ব্যাংকের লেনদেনে গতিশীলতা আনয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার লক্ষ্যেই প্রশাসক নিযুক্ত করা হয়েছে এবং আমরা সে লক্ষ্যেই কাজ করছি। তাই সবাইকে পাশে থেকে সহায়তার অনুরোধ করা হচ্ছে। ব্যাংকিং কার্যক্রম চালিয়ে রাখার সব কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি