কাস্টমস বন্ড অফিসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কাস্টমস বন্ড কমিশনারেট অফিসগুলোতে অননুমোদিত বা বহিরাগত ব্যক্তির প্রবেশ ও দাপ্তরিক কাজে সম্পৃক্ততার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে গত সোমবার এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখা থেকে সংশ্লিষ্ট কমিশনারদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

এনবিআরের সচিব (কাস্টমস : রপ্তানি ও বন্ড) সুরাইয়া সুলতানার সই করা চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাস্টমস বন্ড কমিশনারেট অফিসগুলোতে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তি দাপ্তারিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, যা দপ্তরের কর্মপরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। চিঠিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে বিভিন্ন সময় কঠোর নির্দেশনা দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। বরং সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগসূত্রের অভিযোগ পাওয়া গেছে।