আইইউবিতে ইস্টার্ন ব্যাংকের বিশেষ সেমিনার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শিক্ষার্থীদের মাঝে আর্থিক জ্ঞান বৃদ্ধি এবং আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে তাদের উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক সম্প্রতি রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ইউনিভার্সিটির শিক্ষার্থী, একাডেমিশিয়ান এবং ব্যাংকাররা অংশগ্রহণ করেন। তরুণ শিক্ষার্থীরা বাংলাদেশের ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবনী আর্থিক সমাধানে কী উপায়ে অবদান রাখতে পারে, তা নিয়ে বিশদ আলোচনা স্থান পায় সেমিনারে।

আইইউবি ই-বিজনেস ক্লাবের সমন্বয়ক সিনিয়র লেকচারার মো. আমিনুল ইসলাম তার প্রারম্ভিক বক্তব্যে আর্থিক সচেতনতার গুরুত্ব এবং বাংলাদেশের আর্থিক সেবা শিল্পে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের ক্রমবর্ধমান সুযোগ সম্পর্কে আলোচনা করেন। ইস্টার্ন ব্যাংকের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট এবং লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শারমিন আতিক তার বক্তব্যে তরুণকেন্দ্রিক ব্যাংকিং সমাধান এবং তরুণদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যাংকটির যেসকল উদ্যোগ চলমান রয়েছে, তা তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি