কমিউনিটি ব্যাংক ও হোটেল দ্য কক্স টুডের সঙ্গে ব্যবসায়িক অংশীদারি চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি; হোটেল দ্য কক্স টুডের সঙ্গে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি কক্সবাজারে হোটেল দ্য কক্স টুডে প্রাঙ্গণে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতের নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান। কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হোটেল দ্য কক্স টুডের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তালেব শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোটেল দ্য কক্স টুডের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পলাশ দত্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিজার্ভেশন) তাসবিহা আলম চৌধুরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি