এনসিসি ব্যাংক গ্রাহকদের জন্য অনলাইন ‘এ-চালান’ সেবা চালু

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট আওতায় এনসিসি ব্যাংক একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা অনলাইন এ-চালান প্ল্যাটফর্ম ব্যবহার করে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ মোট ২০৬ ধরনের সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এখন থেকে গ্রাহকরা যে কোনো স্থান থেকে, যে কোনো সময় ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ফি প্রদান করতে সক্ষম হবেন। ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম এবং মো. হাবিবুর রহমান; ইভিপি ও কর্পোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ তারিকুল আমিন; ইভিপি ও অপারেশন্স প্রধান সাইফ উদ্দিন আহমেদ; এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসিন; এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা; ভিপি ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদারসহ ব্যাংকের অন্য সিনিয়র কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি