নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু আজ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
জেলার চিনিকলের ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হবে আজ শুক্রবার। চলতি মৌসুমে এক লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয় হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার চিনিকল এলাকায় আট হাজার ১০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ চাষিদের আখ চাষের বীজ, সার এবং নগদ অর্থ সহায়তা বাবদ নয় কোটি ৩০ লাখ টাকা ঋণ প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ।
আখ চাষি পর্যায়ে আখের ক্রয় মূল্য ছয় হাজার টাকা টন থেকে বৃদ্ধি করে ছয় হাজার ২৫০ টাকা করা হয়েছে। গত মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লাখ সাত হাজার ৭৭৫ টন আখ মাড়াই করে ছয় হাজার ১৪৮ টন চিনি উৎপাদনে সক্ষম হয় জেলা চিনিকল। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান বলেন, কারখানার বয়লারে আগুন প্রজ্বলন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন, সকল আখ ক্রয় কেন্দ্র সচল করাসহ চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় সফল আখ মাড়াই মৌসুমের লক্ষ্যে পৌঁছানো যাবে।
