সরকারি কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের দ্বিপক্ষীয় চুক্তি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রণালয় এর আওতাধীন ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকারি কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মধ্যে আজ একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে হাসপাতালে আগত রোগী, রোগীর এটেনডেন্ট, কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও সহায়ক স্টাফদের মানসম্মত খাবার পরিবেশনের নিমিত্ত ক্যাটারিং সেবা প্রদানে দক্ষ দেশের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি সংস্থা ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ ক্যাফেটারিয়াটির ম্যানেজমেন্ট অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে। সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ার পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিকট ন্যস্ত হওয়ায় হাসপাতালে আগত চিকিৎসা সেবাপ্রার্থী ও জনসাধারণের নিকট স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন নিশ্চিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
