বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মার্কিন ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পাওে এমন জোরালো প্রত্যাশার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে হলুদ ধাতুর বাজার নতুন করে চাঙা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে, ডিসেম্বরে ডেলিভারির মার্কিন সোনা ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে নির্ধারিত হয়। টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে দিন দিন এই বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সুদের হার নিকট ভবিষ্যতে কমানো যেতে পারে।
