বিইউএফটি ও এনবিএর মধ্যে সমঝোতা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ) গতকাল বিইউএফটির নিশাতনগর ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সংবাদ পাঠক সমাজের জন্য শিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধিতে একটি সহযোগিতামূলক অংশীদারত্ব গড়ে ওঠে। চুক্তি অনুযায়ী, এনবিএ সদস্য এবং তাদের নিকটাত্মীয়রা বিইউএফটির সব প্রোগ্রামে অতিরিক্ত ১০ শতাংশ টিউশন স্কলারশিপ এবং ৫০ শতাংশ ভর্তি ফি মওকুফ সুবিধা পাবেন, যা উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এই সহযোগিতাকে সমাজের সেবায় নিয়োজিত সাংবাদিকদের ক্ষমতায়নে বিইউএফটির অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এনবিএর প্রধান উপদেষ্টা জাবেদ কারদার চুক্তিটিকে সংবাদ সম্প্রচার খাতের শিক্ষা সুযোগ বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। এটি দুই বছরের জন্য কার্যকর থাকবে, পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে নবায়নের সুযোগ থাকবে। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটি-র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটি-র জনসংযোগ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ ইমতিয়াজ, এনবিএর সাধারণ সম্পাদক জনাব রাইসুল হক চৌধুরী এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অন্যান্যরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
