প্রগতি ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংকের প্রথম ব্যাংকাস্যুরেন্স দাবি নিষ্পত্তি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যাংকাস্যুরেন্স পার্টনার প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড সফলভাবে তাদের প্রথম নন-লাইফ মোটর কার ইন্স্যুরেন্স দাবি নিষ্পত্তি করেছে। এ উপলক্ষে ব্যাংকের গুলশান শাখায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহক মোহাম্মদ কুতুবউদ্দিন এর হাতে তার দাবি করা ক্ষতিপূরণের চেকটি হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক পিএলসির রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যাংকাস্যুরেন্স ও ব্রাঞ্চ কন্ট্রোল বিভাগের প্রধান মো. মনজুর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার, খন্দকার ইমরান হোসেন; রাজীব দেব, কাস্টমার সার্ভিস ম্যানেজার, গুলশান শাখা এবং মিডল্যান্ড ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের বীমা খাতে গ্রাহকের আস্থা বৃদ্ধি, স্বচ্ছ ও গ্রাহক-কেন্দ্রিক সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স সেবাকে আরও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড তাদের যৌথ প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি