ন্যাশনাল ব্যাংকের ‘রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন’ উদ্বোধন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন’ এর উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি ডিজিটাল রূপান্তরের পথে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার বিকাল ৪টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী নতুন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শাখা ও উপ-শাখার ম্যানেজাররা অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ‘রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন চালুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক প্রযুক্তি ও আধুনিকায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এখন থেকে গ্রাহকরা তাদের প্রিয়জনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ দেশের যেকোনো শাখা বা উপশাখা থেকে স্বল্পতম সময়ে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে পেমেন্টের সমন্বয় নিশ্চিত করবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি