সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম-পরিচালক রওশন আক্তার। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা এবং এজেন্ট আউটলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এজেন্ট প্রতিনিধিরা সভায় তাদের অভিজ্ঞতা, গ্রাহকের চাহিদার বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন। সভায় প্রশাসক টিম এজেন্ট আউটলেট প্রতিনিধিদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চলমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রশাসক এজেন্ট আউটলেটের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকের সেবা প্রদানে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেবা আরও সহজলভ্য করতে তাদের ভূমিকা, দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ, দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ত্বরান্বিত করার বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি