আইসিটি অ্যাওয়ার্ড পেল তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠান

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় চার প্রতিষ্ঠান ও তিন উদ্যোক্তা পেলেন ‘ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড।’ দশমবারের এ আয়োজনে মোট সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আইসিটি উইমেন, আইসিটি বিজনেস পারসন ও আইসিটি পাইওনিয়ার এই তিন ক্যাটাগরিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উদ্ভাবনী অবদান রাখায় তিন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। আর আইসিটি সলিউশন প্রোভাইডার, ডিজিটাল কমার্স, আইসিটি স্টার্টআপ ও স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে চার প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি