পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ ও এসএমই খাতের সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাদের সহায়তায় পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এ ফ্ল্যাগশিপ প্রকল্পটি এসএমই খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এসএম আবদুল হাকিমের উপস্থিতিতে জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মো. তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ কেন্দ্রীয় ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
