নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়ল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল রোববার মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত মাসে মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় ১২ ভিত্তি পয়েন্ট বেড়েছে। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। তবে গত বছরের নভেম্বরের তুলনায় এবারের হার কিছুটা কম। গত বছরের এই সময়ে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। বিবিএসের তথ্যে দেখা গেছে, চলতি বছরের নভেম্বরে গ্রাম ও শহর-উভয় এলাকাতেই ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ প্রায় চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল।
