ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষরিত
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেডের সঙ্গে একটি রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হবে এবং কোটি কোটি গ্রাহকের জন্য দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গতকাল সোমবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা পরস্পরের সঙ্গে চুক্তিপত্র বিনিময় করেন। ডি-লোকালের পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিকাল লিড) এবং ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
