
মিডল্যান্ড ব্যাংক পরিবার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ত্রাণ প্রদানের জন্য দাতব্য সংস্থা সাজেদা ফাউন্ডেশনকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। সামাজিক কল্যাণের প্রতি ব্যাংকের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় ইসলামী ব্যাংকিং তহবিল থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। বাকি ৫ লক্ষ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা অনুদান দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, সাজিদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড পার্টনারশিপসের পরিচালক মুহাইমিন চৌধুরীর হাতে চেকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানটি ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি