বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২০২৬-২০২৭ কার্যকালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভোটে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ সভাপতি নির্বাচিত হন। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ ও প্রভাবশালী সংগঠন বিএপিএলসি সম্প্রতি বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করে।
